শ্রীশ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণীঃ~


*তোমার জন্য তুমি নও, অপরের জন্য তুমি হও।
ফুল তুলসী গঙ্গাজলের ন্যায় সেবা-ত্যাগ-প্রেম ভক্তি ও নাম হল সেবার ভগবৎ সেবার উপকরণ।
*জানবেন ভগবৎ মাধুর্য্য দিয়েই ভগবৎ সেবা পূজা ও তৃপ্তির কারণ হয়।
*বেদ-বিধি ঐশ্বর্যে ভগবৎ কৃপা লাভ করা যায় না,ঈশ্বরেও একাত্ম হওয়া যায় না।
*ঈশ্বরকে সকলেরই চাই, কিন্তু তিনি ধরা দেন জানবেন কেবল ভাল ও পবিত্র মানুষে।
*লাইগ্যা থাকলে মাইগ্যা খায় না - অস্থির চিত্তে কিছুই হয় না। যা করবেন নিষ্ঠা নিয়া করবেন।
*বংশে কারো ভগবৎ চেতনা এলে তাঁর সাত প্রজন্ম জানবেন উদ্ধার হয়ে যায়।
*ভালবাসুন-ভাল করুন-ভাল হোন।
*সির্ন্নীর গুহ্য মাহাত্ম্য - শ্রীশ্রীসত্যনারায়ণের চরণে নিজের কর্তৃত্বাভিমান সহ সকল কিছু সমর্পণ করা। ইহা নিছক আটা-কলা-ঘৃত-মধুর মিশ্রণই নয়। জানবেন সত্যের সংসারে কর্তাভিমানীর কোন স্থান নেই।
*ডিগ্রী নয়,শিক্ষাতেই মানুষ হয়।
পুঁথিগত পার্থিব বিদ্যা হল অবিদ্যা, কেবল চাকরী -বাকরীর কাজেই আসে।
অপার্থিব বিদ্যায় হয় মহাত্মা-অবতার যাঁরা দেবী দেবতার প্রতিভূ হয়ে জগতে আসেন এবং জীবের মঙ্গলের জন্য তাঁদের বাণী ও আদর্শ প্রচার করেন।
*সাধু সাজবেন না, সাধু হন - পাটোয়ারীর ক্ষমা নেই।
*না দেখবে কারো দোষ, না লইবে কারো রোষ, আপনি হইবে সাবধান।
লক্ষ্যে ভগবান থাকলে তিনিই টেনে নিয়ে যান- লক্ষ্যই আসল।
*অপরের দোষ দেখতে অভ্যস্থ হলে নিজ দোষ আর দেখতে পায় না।
*সংসারে আমি বলতে কেউ নাই, আমার বলতে কিছু নাই।
*কর্তাভিমানীর মহাবিপদ - না পারে করতে, না পারে দিতে বা এগোতে।
*ভগবান বিভিন্ন ধর্মে, নামে, রূপে জগতে প্রকাশ আছেন। সকল মত পথ ও ধর্মের প্রতি তাই শ্রদ্ধাশীল থাকা উচিত। উপরে উঠলেই সব সমান।
*ধ্রুব সত্য যে এই জীবনের সূচনা গত জীবনে হয়েছে এবং আসছে জীবনের ভিত্তিটাও এই জীবন থেকেই হবে।
যেমনটি রেখে যায় তেমনটিই পায়।
*একমাত্র ভগবৎ শরণেই শান্তি উদযাপিত হয়। প্রলোভন, প্রতিহিংসা, প্রতিকার ও প্রতিশোধের অশান্তি পোয়াতে হয় না।
*ঈশ্বরের করুণা লাভ করতে শুচিতা- নিয়ম- উপকরণাদি লাগে না। নাম প্রেম ভক্তি ও নির্ভরতাই মুখ্য।
*সুকৃতিতেই সদগুরু লাভ হয়, জীবাত্মার প্রভাব মুক্ত হয়ে শিবাত্মার উন্মেষ হয় এবং জন্ম-মৃত্যুর চক্রব্যুহ ভেদ করে শিবলোকে - বৈকুন্ঠলোকে যায়।

শ্রীশ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণীঃ~ শ্রীশ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণীঃ~ Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on September 09, 2019 Rating: 5

1 comment:

Powered by Blogger.